রাজধানীর চকবাজারে দেশী-বিদেশী ব্রান্ডের নকল ঔষধ ও প্রসাধনী তৈরি কালে ৩ জন গ্রেফতার

অপরাধ

রাজধানীর চকবাজারে তৈরি হচ্ছে দেশী-বিদেশী ব্রান্ডের নকল ঔষধ ও প্রসাধনী। আর তা পৌঁছে যাচ্ছে ঢাকা শহরসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে


বিজ্ঞাপন

 

বিশেষ প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দেশী-বিদেশী ব্রান্ডের নকল ঔষধ, প্রসাধনী তৈরি ও বাজারজাত করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের নাম- মোঃ আলতাফ হোসেন, মোঃ সোহেল হাওলাদার ও মোঃ সালমান।


বিজ্ঞাপন

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ ফজলুর রহমান, বিপিএম (বার), পিপিএম সংবাদ মাধ্যমে জানান গত , ৩০ সেপ্টেম্বর, (বৃহস্পতিবার) চকবাজার থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিপুল দেশী-বিদেশী ব্রান্ডের নকল ঔষধ ও প্রসাধনী উদ্ধার করা হয়।

দেশী-বিদেশী বিভিন্ন ব্রান্ডের নকল ঔষধ ও প্রসাধনী উদ্ধার সম্পর্কে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, আমাদের কাছে তথ্য আসে যে চকবাজার এলাকায় নকল ঔষধ ও প্রসাধনী প্রস্তুত হচ্ছে এবং তা দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে যাচ্ছে।

এই তথ্যের ভিত্তিতে গত ৩০ সেপ্টেম্বর, (বৃহস্পতিবার) দুপুর ৩ টা ৫০ মিনিটে চকবাজার থানার দেবীদাস লেন ৩৯/১ এর বাসায় অভিযান পরিচালনা করে আলতাফ, সোহেল ও সালমানকে গ্রেফতার করা হয়।

অভিযানে ১৫ কার্টুন Johnson’s baby lotion-100ml, ০৮ কার্টুন Luchy Oliva Olive oil-100ml, ০8 কার্টুন emami 7 OILS IN NON STICK HAIR OIL-100ml, ০৪ কাটুন Clean & Clear foaming face wash-100ml, ০৪ কার্টুন Dabur Vatika Enriched COCONUT HAIR OIL-300ml, ১৬ বোতল Dabur Amla Hair oil 275ml, ১০০ বোতল Johnsons milk+rice bath 100 ml, ৩৬ বোতল Johnsons baby shampoo 50ml, ২৪ টি Zafran HAIR GROWTH THERAPY ( AMAZING HAIR REGAIN SPRAY)-150gm, ২৪ পিছ Natural Skin Care Johnson’s Olive Oil-100ml, ৫০ টিZafran HAIR GROWTH THERAPY (AMAZING HAIR REGAIN SPRAY)- এর খালি প্যাকেট, ৫০ পাতা Luchy Oliva Olive oil-100ml এর লেভেল, ৫০ পাতা Johnson’s baby lotion 100ml এর লেভেল ও ৫০ পাতা OLITALIA ITALIAN SKIN CARE OLIVE OIL-100ml এর লেভেল উদ্ধার করা হয়।

অপর এক অভিযান সম্পর্কে তিনি বলেন, একই দিন সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে দেবীদাস লেন ৪১/১/ডি এর বাসায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। অভিযানে ৮০০ পিছ কাগজের মোড়কসহ GlaxoSmithKline Pharmaceuticals Limited, Mumbai এর BETAMETHASONE VALERATE AND NEOMYCIN SKIN CREAM, ৪০০ পিছ কাগজের মোড়কবিহীন GlaxoSmithKline Pharmaceuticals Limited, Mumbai এর BETAMETHASONE VALERATE AND NEOMYCIN SKIN CREAM, ১০০০ পিছ কাগজের মোড়কসহ Nidhi & Lovely ADVANCED MULTI VITAMIN স্কিন ক্রিম, ২৫০ পিছ কাগজের মোড়কসহ নিধি নিউ ফেশ হোওয়াইট পার্ল স্কীন স্নো ও ৫০০ পিছ Fizer VICTORY Turmeric Skin Brightening Cream, Formula in Pakistan, A Packed By: Nidhi Cosmetics Co. উদ্ধার করা হয় ।

তিনি আরো বলেন, নকল ঔষধ এবং প্রসাধনী সামগ্রী তৈরির কারখানায় কোন ক্যামিস্ট ও ল্যাবরেটরী নাই।

গ্রেফতারকৃতরা কারখানায় তৈরিকৃত নকল ঔষধ এবং প্রসাধনী সামগ্রী ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।

এসব নকল ঔষধ এবং প্রসাধনী মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর।

পলাতক অভিযুক্তদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে মর্মে গোয়েন্দা এ কর্মকর্তা জানান।
এ সংক্রান্তে চকবাজার থানায় দুইটি পৃথক মামলা রুজু হয়েছে।