স্মার্ট প্রি-পেইড মিটারে ভোগান্তি কমবে গ্রাহকের

অর্থনীতি এইমাত্র জাতীয় জীবন-যাপন বানিজ্য

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) প্রেসিডেন্ট এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর বলেছেন, ‘বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে দেশের বিদ্যুৎ সেক্টরে অনেক পরিবর্তন এনেছেন। বর্তমান দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২২ হাজার ৫১ মেগাওয়াট। ২০৪১ সালে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬০ হাজার মেগাওয়াট। বিদ্যুৎ সাশ্রয়, রাজস্ব আদায় ও গ্রাহক হয়রানি রোধসহ বিদ্যুতের যেন সঠিক ব্যবহার হয় সে লক্ষ্যে সরকারের নতুন পদক্ষেপ স্মার্ট প্রি-পেইড মিটারিং সিস্টেম। এ স্মার্ট প্রি-পেইড মিটারে গ্রাহকের ভোগান্তি অনেক কমবে।’


বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেলে আইইবির তড়িৎ কৌশল বিভাগের উদ্যোগে আইইবির কাউন্সিল হলে ‘টেকনোলজি অ্যান্ড সিস্টেম ওভারভিউ অব স্মার্ট মিটার ইন এডভান্স মিটারিং ইনফ্রাস্ট্রাকচার (এএমআই)’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


বিজ্ঞাপন

আইইবির প্রেসিডেন্ট বলেন, ‘বর্তমানে যে প্রি-পেইড মিটার রয়েছে সেগুলো বিভিন্ন সুবিধা থাকলেও পরিচালনার ক্ষেত্রে গ্রাহককে বেশকিছু অসুবিধায় পড়তে হয়। বর্তমান প্রি-পেইড মিটারে বিভিন্ন মাধ্যমে ভেন্ডিং (মিটারে টাকা রিচার্জ সেন্টার) সুবিধা না থাকায় ভেন্ডিংয়ের জন্য গ্রাহককে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্তমান ডিজিটাল যুগে গ্রাহককে প্রি-পেইড মিটার রিচার্জ করার জন্য অনেক সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। ঘরে বসে প্রি-পেইড মিটার রিচার্জ করার কোনো সুযোগ নেই। অনেক সময় গ্রাহকের পক্ষে মিটারের স্ট্যাটাস দেখতেও সমস্যা হয়।’

প্রকৌশলী আবদুস সবুর বলেন, ‘বর্তমান এ ডিজিটাল যুগে ভেন্ডিং (মিটারে টাকা রিচার্জ সেন্টার) সিস্টেমকে গ্রাহকের কাছে আরও সহজলভ্য করার জন্য স্মার্ট প্রি-পেইড মিটারিং সিস্টেম চালু করা প্রয়োজন। ফলে গ্রাহক তার মোবাইল অ্যাপস, এসএমএস, ইন্টারনেট, এটিএম ইত্যাদির মাধ্যমে ঘরে বসেই ভেন্ডিং করতে পারবেন। স্বয়ংক্রিয়ভাবে মিটারের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য স্মার্ট প্রি-পেইড মিটারিং সিস্টেম চালু করা প্রয়োজন। এ ছাড়া ভবিষৎতে স্মার্ট গ্রিড চালু করতে হলেও স্মার্ট মিটারের প্রয়োজন হবে। তাই বার বার বিনিয়োগের চেয়ে এক্ষেত্রে একবার বিনিয়োগ করাই যুক্তিসঙ্গত।’

সেমিনারে আইইবি তড়িৎ কৌশল বিভাগের সম্পাদক ও ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি এবং ডিপিডিসির নির্বাহী পরিচালক (প্রকৌশলী) প্রকৌশলী মো. রমিজ উদ্দিন সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহিদ সারওয়ার এবং ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইইবির সম্মানীত সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিপিডিসির ডিজিএম (আইসিটি) মো. কামরুল আহসান। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডিপিডিসির প্রধান প্রকৌশলী (উন্নয়ন) প্রকৌশলী ডিএসএম ফেরদাউস। এ ছাড়া সেমিনারে ধন্যবাদ জ্ঞাপন করেন ওই বিভাগের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী প্রতীক কুমার ঘোষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *