রাজশাহী পুলিশ কমিশনারের সাথে রোয়া’র সৌজন্য সাক্ষাৎ

অপরাধ

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার ২৮ অক্টোবর বেলা সাড়ে ১২ টায় আরএমপি সদরদপ্তরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক এর সাথে অবসপ্রাপ্ত সিনিয়র জেলা জজ মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে রিটায়ার্ড অফিসার্স এ্যাসোসিয়েশন (রোয়া), মণি বাজার, রাজশাহী’র একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।


বিজ্ঞাপন

এসময় সিনিয়র সিটিজেনবৃন্দ সৃষ্টিশীল, মানবিক ও গতিশীল নিন্তাভাবনায় রাজশাহী মহানগরীকে সুরক্ষিত রাখায় পুলিশ কমিশনার কে ধন্যবাদ জানান।


বিজ্ঞাপন

এছাড়াও করোনাকালে দুঃসময়ে বিনামূলে অক্সিজেন সেবা, রাজশাহী মেডিকেলে দালাল উচ্ছেদ, মৃত রোগীর লাশ জিম্মি করে পরিবহন ভাড়ার জুলুম থেকে মানুষকে রক্ষা ও মাদক নিয়ন্ত্রণ এবং বখাটে উচ্ছেদেও পুলিশ কমিশনার এর উদ্যোগের প্রশংসা করেন।

পুলিশ কমিশনার এর গতিশীল কার্যক্রমকে আরো বেগমান করার জন্য সিনিয়র সিটিজেনবৃন্দ একাত্বতা ঘোষণা করে আরো কিছু নতুন ভাবনা উপস্থাপন করেন।

নতুন ভাবনা গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো স্বাধীনতা স্মৃতি সংগ্রহশালা ও জাদুঘর স্থাপন, অটোরিক্সা চালকদের প্রশিক্ষণ, গতিসীমা ফলক স্থাপন, জেব্রা ক্রসিং, ফুটপাত দখলমুক্ত, যানজট নিরসন, বিভিন্ন মোড় দখলমুক্ত, যানবাহনে ভাড়ার তালিকা বোর্ড স্থাপন, প্রবীণদের জন্য পার্ক নির্দিষ্ট করণ ইত্যাদি।

পুলিশ কমিশনার সিনিয়র সিটিজেনবৃন্দের ভাবনা গুলোর সাথে একমত পোষণ করে তা দ্রুত বাস্তবায়নে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো: সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ মজিদ আলী বিপিএম ও রিটায়ার্ড অফিসার্স এ্যাসোসিয়েশন (রোয়া), মণি বাজার, রাজশাহী’র মহাসচিব মোঃ শরিফুজ্জামান ও অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ মোঃ জাহিদুল ইসলাম সহ সিনিয়র সিটিজেনবৃন্দ।