সুমন হোসেন ঃ শনিবার ২৫ ডিসেম্বর, ৯ টা ৪৫ মিনিটের সময় ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেন, এএসআই (নিঃ) আজহারুল ইসলাম, এএসআই (নিঃ) আমিরুল ইসলামগনের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে যশোর কোতয়ালী মডেল থানাধীন পৌরসভার ২নং ওয়ার্ডের পশ্চিম বারান্দীপাড়া খালধার রোড়স্থ ধৃত আসামী শহিদুল ইসলাম @ বাবু এর বসতবাড়ির পূর্বদুয়ারী গোলপাতা ছাউনীর তৈরী ঘরের মধ্যে হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম @ বাবু (৬৫), পিতামৃত- বশির বিশ্বাস, মাতাঃ ছালমা বেগম, সাং- পশ্চিম বারান্দিপাড়া, বাসা নং-২৬২, থানা-
কোতয়ালী, জেলা-যশোরকে ৬৫ বোতল ফেনসিডিল উদ্ধারসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মালামালের মূল্য ১,৩০,০০০ টাকা।
এ সংক্রান্তে এসআই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেন বাদী হয়ে কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী এজাহার দায়ের করেন।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)