নিজস্ব প্রতিবেদক ঃ শুক্রবার ৩১ ডিসেম্বর, আনুমানিক ৫ টা ৫০ মিনিটে র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে ১ টি পিকআপ গাড়ীযোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বহন করে গাজীপুর জেলার জয়দেবপুর থানা এলাকার উদ্দেশ্যে আসছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন হোতাপাড়া এলাকাস্থ KRC সিএনজি এন্ড ফিলিং স্টেশন এর সামনে পাঁকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে করে নিম্নক্ত মাদক ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম (২৩), পিতা- মোঃ কবির আহমেদ, জেলা- কুমিল্লা, মোঃ ফয়সাল (২২), পিতা- মৃত মখলেছুর রহমান, জেলা- কুমিল্লা ও মোঃ স্বপন মিয়া (৩৫), পিতা- মৃত আব্দুল হক মিয়া, জেলা- ব্রাহ্মণবাড়ীয়া’দেরকে গ্রেফতার করে।
এসময় ধৃত আসামীদের নিকট হতে ৫০ কেজি গাঁজা, ১ টি পিকআপ, নগদ ১৪,১৬০ টাকা ও ৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়াও র্যাব-১, উত্তরা, ঢাকার অপর ২ টি অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রয়ের নগদ ১৭,০০০ টাকা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।