মামুন মোল্লা ঃ খুলনা জেলার কয়রা থানার চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যার ঘটনার রহস্য উন্মোচন করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র কয়রা থানা পুলিশ ।
খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান প্রেস ব্রিফিংয়ে বিষয় টা নিশ্চিত করেন। পুলিশ সুপার সাংবাদিক সহ উপস্থিত সকল কে উদেশ্য করে বলেন, অপরাধীরা যতই ক্ষমতাধর, চালাকচতুর হোকনা কেন আইনের অনুশাসন সবার জন্য সমান কোন অপরাধী ই অপরাধ করে পার পাবে না। অপরাধীকে বিচারের কাঠগড়ায় দাড়াতেই হবে।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)
পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান গ্রেফতারকৃত আসামী কর্তৃক আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের বিষয়ে সোমবার ১০ জানুয়ারী এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন। খুলনা পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশের সকল কর্মকর্তাবৃনদ এবং খুলনা জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।