সংসদ অধিবেশন বসছে ৮ সেপ্টেম্বর

এইমাত্র জাতীয় রাজধানী রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ৮ সেপ্টেম্বর (রোববার) শুরু হচ্ছে। এদিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। অধিবেশন শুরু সংক্রান্ত ফাইলে বুধবার স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
এ তথ্য নিশ্চিত করেছেন সংসদ সচিবালয়ের জনসংযোগ অধিশাখার সহকারী পরিচালক কামাল হোসেন।
এ অধিবেশন কত দিন পর্যন্ত চলবে তা নির্ধারণ করা হবে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে। অধিবেশন শুরুর দিন এই কমিটির বৈঠক হবে। তবে সংবিধান রক্ষার এ অধিবেশনের কার্যদিবস বেশি হবে না বলে জানা গেছে।
জানা যায়, এর আগে সংসদের বাজেট ও তৃতীয় অধিবেশন ১২ জুলাই শেষ হয়। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ কার্যদিবসের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধ্যকতা রয়েছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *