মামুন মোল্লা ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল, ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৬২০ গ্রাম গাঁজাসহ ০৬ (ছয়) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশ মাদক বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে, উক্ত অভিযান পরিচালনা কালে মাদক ব্যবসায়ী মোছাঃ শাহানারা খাতুন (৩৬), পিতা-মোঃ জালাল সরদার, সাং-নাথপুর, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা, মোঃ রাব্বি হোসেন হাওলাদার (২৮), পিতা-মোঃ জামাল হাওলাদার, সাং-নাজিরপুর, থানা-মুলাদী, জেলা বরিশাল, এ/পি সাং-তৈয়বা কলোনী, থানা-খালিশপুর, মেহেদী হাসান (২৫), পিতা-রাজা ভূইয়া, সাং-চন্দ্র দিঘলিয়া, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ, এ/পি সাং-গোয়াখোলা নওয়াপাড়া, থানা-অভয়নগর, জেলা-যশোর, মোঃ মিজানুর রহমান (৩৮), পিতা-মৃত: বশির উদ্দিন শেখ, সাং-গাওঘরা, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা, এ/পি সাং-গোয়াখোলা নওয়াপাড়া, থানা-অভয়নগর, জেলা-যশোর, মোঃ আউয়াল হোসেন (২২), পিতা-মোঃ আবু হানিফ, সাং-সেনপাড়া, থানা-খানজাহান আলী এবং রাকিবুল হাসান (২৫), পিতা-আব্দুল করিম, সাং-খানাবাড়ী, থানা-আড়ংঘাটা, খুলনা মহানগরীদের’কে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৫০ বোতল ফেন্সিডিল, ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৬২০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫ টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।