১৫ আগষ্ট ১৯৭৫ সালের নৃশংস হত্যাকান্ডেউপর ইতিহাস-আশ্রয়ী গবেষণালব্ধ নাটক “অভিশপ্ত আগস্ট” মঞ্চায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি গতকাল রবিবার ২২ মে, বাংলাদেশ পুলিশ থিয়েটারের প্রযোজনায় ১৫ আগষ্ট ১৯৭৫ সালের নৃশংস হত্যাকান্ডের উপর ইতিহাস-আশ্রয়ী গবেষণালব্ধ নাটক “অভিশপ্ত আগস্ট” মঞ্চায়ন অনুষ্ঠান রংপুর জেলা পুলিশ লাইন্স স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরপিএমপির পুলিশ কমিশনার মোহা: আবদুল আলীম মাহমুদ বিপিএম ।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর , বাসুদেব বনিক, কমান্ডেন্ট (ডিআইজি), পুলিশ ট্রেনিং সেন্টার রংপুর সহ সকল ইউনিটের অফিসার, ফোর্স, বীর মুক্তিযোদ্ধাগণ, স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ, কমিউনিটি পুলিশিং সদস্য ও মিডিয়া ব্যক্তিত্ব সহ অন্যান্য সুধীজন।


বিজ্ঞাপন