মামুন মোল্লা (খুলনা) ঃ মঙ্গলবার ৩১শে মে, খুলনা জেলা পুলিশের আয়োজনে খুলনা জিমনেসিয়াম হলে বিকাল ৪ টার সময় অনুষ্ঠিত হয় “মুজিব শতবর্ষ জেলা দাবা লীগ-২০২১” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
খুলনা জেলার ৮টি দাবা দলের অংশগ্রহনে ২ দিন ব্যাপি এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে “বাংলা কাপ” দাবা ক্লাব এবং রানার্সআপ হয় “শেখ রাসেল চেস ক্লাব”।
মোঃ মাসুদুর রহমান ভূঞা, পুলিশ কমিশনার, কেএমপি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের বিজয়ী এবং রানার্সআপ দলের হাতে সম্মনানা ক্রেস্ট তুলে দেন। মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম, পুলিশ সুপার, খুলনা অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন এসএম মোর্ত্তোজা রশিদী দারা, সাধারন সম্পাদক, খুলনা বিভাগীয় ক্রিড়া সংস্থা, মাসুদুর রহমান মল্লিক, যুগ্ম সম্পাদক, বাংলাদেশ দাবা ফেডারেশন, মোঃ বেলাল হোসেন, নির্বাহী সদস্য, বাংলাদেশ দাবা ফেডারেশন এবং খুলনা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।