জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অধীনে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক CAR এ বাংলাদেশ বিমানবাহিনীর ১২৫ জন সদস্য পৌছেছে

Uncategorized আন্তর্জাতিক

কুটনৈতিক বিশ্লেষক ঃ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অধীনে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক CAR এ বাংলাদেশ বিমানবাহিনীর ১২৫ জন সদস্য পৌছেছে। বাংলাদেশ বিমান বাহিনীর এই আর্মড মিলিটারি ইউটিলিটি হেলিকপ্টার ইউনিটের নেতৃত্বে দিচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন আহসানুর রহমান, জিইউপি, এএফডব্লিউসি, পিএসসি।
এখানে উল্লেখ্য যে, MINUSCA-এ বাংলাদেশ বিমান বাহিনীর সমরাস্ত্র ব্যবহারে সক্ষম এবং নাইটভিশন প্রযুক্তি সমৃদ্ধ ০৩ টি এম আই-১৭১ সেমি অ্যাটাক হেলিকপ্টার ও বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট রয়েছে। ইতোমধ্যেই CAR এ বিভিন্ন অভিযানে আমাদের অ্যাটাক হেলিকপ্টার সমুহ সফলতার সাথে উল্লেখযোগ্য সংখ্যক মিশন শেষ করেছে।

বাংলাদেশ বিমান বাহিনী প্রথমবারের মত নাইটভিশন প্রযুক্তি সম্পন্ন ০৩ টি আর্মড ভার্শন এমআই১৭১এসএইচ হেলিকপ্টার জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কন্টিনজেন্ট, মধ্য আফ্রিকান রিপাবলিক-এ প্রেরণ করেছিল ২০২০ সালে।

এটা ছিল ইউএন পিসকিপিং ক্যাপাবিলিটিজ রেডিনেস সিস্টেম (পিসিআরএস) কর্তৃক পরিচালিত র‌্যাপিড ডেভেলপমেন্ট লেভেল (আরডিএল) এর আওতায় মোতায়েনকৃত প্রথম কন্টিনজেন্ট। উল্লেখ্য যে, বাংলাদেশ জাতিসংঘের প্রথম সদস্য দেশ হিসেবে দ্রুততম সময়ের মধ্যে র‌্যাপিড ডেভেলপমেন্ট লেভেল (আরডিএল) এর আওতায় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কন্টিনজেন্ট প্রেরণ করেছি্।


বিজ্ঞাপন