খুলনায় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Uncategorized জাতীয়

মামুন মোল্লা (খুলনা) ঃ শনিবার ৪ জুন, সকাল ১১ টায় সিএসএস আভা সেন্টারের, হল রুমে-১, ৮২ রূপসা স্ট্যান্ড রোড খুলনায় বিভাগীয় প্রশাসন, খুলনার আয়োজনে এবং গর্ভনেন্স ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামজিক নিরাপত্তা কর্মসূচি, সবার জন্য বিদ্যূৎ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

উক্ত কর্মশালা’য় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, খুলনা মোঃ ইসমাইল হোসেন, এনডিসি; কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা; অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব),খুলনা মোঃ শহিদুল ইসলাম; খুলনা জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন), খুলনা মোঃ আব্দুর রশীদ। এছাড়াও প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় খুলনা বিভাগের বিভিন্ন দপ্তরের বিভাগীয় পর্যায়ের উচ্চ পদস্থ কর্মকর্তা ও খুলনা বিভাগের ১০ টি জেলার প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন