মহাকাশে প্রথম বাংলা ভাষায় বই

Uncategorized আন্তর্জাতিক

ডেস্ক রিপোর্ট ঃ বাংলা ভাষার ১৩০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এই ভাষায় লেখা কোনো বই মহাকাশে স্থান পেয়েছে। রাশিয়ান মহাকাশচারী এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বর্তমান কমান্ডার ওলেগ আর্তেমইয়েভ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে শাহ জালাল জোনাকের লেখা “মহাবিশ্বের মহাকাশ ফাড়ি” বইটির ভিডিও পাঠিয়েছেন। শাহ জালাল জোনাক প্রথম বাংলাদেশী যিনি রাশিয়ার বাউমান মস্কো স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে রকেট কমপ্লেক্স অ্যান্ড স্পেস সায়েন্স বিষয়ে রাশিয়ান ফেডারেশনের ১০০% শিক্ষাবৃত্তি নিয়ে পড়াশোনা করছেন। এই গর্ব শুধু তাঁর বা বাংলাদেশের নয়, সমগ্র বাংলা ভাষাভাষী মানুষের জন্য এটি গর্বের বিষয়।

বইটি বাইকোনুর কসমোড্রোম থেকে ১৮ মার্চ, ২০২২-এ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গমন করে এবং ২০২০ সালে তাম্রলিপি প্রকাশনা দ্বারা প্রকাশিত হয়েছিল।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *