নিজস্ব প্রতিনিধি ঃ সোমবার ৬ জুন র্যাব-১৫ এর একটি আভিযানিক দল কক্সবাজার জেলার সদর থানাধীন ঝিলংঝা ইউনিয়নের লিংক রোডস্থ মেরিন সিটি হাসপাতালের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে আনুমানিক রাত সাড়ে ৩ টায় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি পলায়নের চেষ্টাকালে সাজু চক্রবর্তী (৪১), পিতা-দুলাল চক্রবর্তী, মাতা-পান্না চক্রবর্তী, সাং- পরৈকোড়া, ওয়ার্ড নং-০৯, ইউনিয়ন পরৈকোড়া, থানা-আনোয়ারা, জেলা- চট্টগ্রাম কে গ্রেফতার করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত ব্যক্তির হেফাজতে থাকা বস্তা তল্লাশী করে ২৪ (চব্বিশ) বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায়, দীর্ঘদিন যাবৎ সে মাদক ব্যবসার সাথে জড়িত এবং জব্দকৃত মাদকদ্রব্য বিদেশী মদ বিক্রির উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।