কুটনৈতিক বিশ্লেষক ঃ ২০১৭ সালে ভারত থেকে প্রতিরক্ষা-সরঞ্জাম ক্রয় করার জন্য ৫০ কোটি ডলারের একটি লাইন অব ক্রেডিট চুক্তি সই হয় ভারত বাংলাদেশের মধ্যে। সেই ঋণের এখনো কোন ব্যবহার করেনি বাংলাদেশ। গত ১৮ জুন জয়েন্ট কনসালটেটিভ কমিশনের বৈঠকে যোগ দেওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যান। বৈঠকে পুনরায় বিষয়টি উত্তাপন করেছে ভারত।
২০১৭ সাল থেকে দফায় দফায় তারা বাংলাদেশকে এই ঋণ ব্যবহারের অনুরোধ করে আসছে। এবারের আলোচনায় তারা বলেছে এখন পর্যন্ত ওই ঋণের “সুষ্ঠু ব্যবহার” করা হয়নি।
এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন ঋণটি ব্যবহারের জন্য ভারতের পক্ষ থেকে তাগাদা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে দুই দেশের যথাযথ কর্তৃপক্ষ আলোচনা করবে।
এছাড়া, স্বরাষ্ট্র সচিব পর্যায়ের সংলাপ, প্রতিরক্ষা সংলাপ এবং কনস্যুলার সংলাপ দ্রুত করার বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
