ন্যায়বিচার ও মানবাধিকারের বিশ্বনেতা ব্রিটেনকে ১ লাখ রোহিঙ্গা গ্রহণ করার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

Uncategorized আন্তর্জাতিক

নিজস্ব প্রতিবেদক ঃ ন্যায়বিচার ও মানবাধিকারের বিশ্বনেতা ব্রিটেনকে ১ লাখ রোহিঙ্গা গ্রহণ করার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন যুক্তরাজ্যকে বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেয়া ১ লাখ রোহিঙ্গাকে পুনর্বাসন করার প্রস্তাব দিয়েছেন। ঢাকার ওপর থেকে অন্যায্য বোঝা কমাতে ন্যায়বিচার ও মানবাধিকারের বিশ্বনেতা ব্রিটেনকে এ প্রস্তাব দেন তিনি।
গত ২৪-২৫ জুন কিগালিতে অনুষ্ঠিত কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের ফাঁকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এলিজাবেথ ট্রুসের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মোমেন এ প্রস্তাব করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আইসিজেতে বিচারের রায় এবং রোহিঙ্গাদের ওপর তাদের নিপীড়নের জীবন্ত প্রমাণ সত্ত্বেও ব্রিটেন এবং অন্যান্য পশ্চিমা দেশ মিয়ানমারে বিনিয়োগ অব্যাহত রেখেছে।

যুক্তরাজ্য গত তিন বছরে মিয়ানমারে আড়াইশো কোটি মার্কিন ডলার বিনিয়োগ এবং ৫০ কোটিরও বেশি দ্বিপাক্ষিক বাণিজ্য করেছে, তাদের রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে মিয়ানমার কর্তৃপক্ষের ওপর চাপ তৈরি করা প্রয়োজন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *