নিজস্ব প্রতিবেদক ঃ বৃহস্পতিবার ৩০ জুন, রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরী এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মোবাইল কোর্ট পরিচালিত হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন ( বিএসটিআই) এর আইন, ২০১৮ অনুসারে নিম্নরূপ ১টি মামলা দায়ের করা হয়।বাধ্যতামূলক “দেশীয় পণ্য (চিনি, কারী পাউডার, সিনথেটিক কালার পেস্ট)” এর অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার এবং “আমদানিকৃত পণ্য (বিস্কুট, চকোলেট, সলিউবল কফি পাউডার, সস, জ্যাম, ফ্রুট জুস, ফ্রুট ড্রিংকস, কর্ণ ফ্লেকস, ন্যাচারাল মিনারেল ওয়াটার, মধু, প্রসেস সিরিয়াল বেসড ফুড পর ইনফ্যান্টস, চিপস, টয়লেট সোপ, শ্যাম্পু, টুথপেস্ট, লিপস্টিক, স্কিন ক্রিম, বেবি সোপ, স্ক্রিন পাউডার, টয়লেট সোপ পর বেবিস, গ্লাস টেবিলওয়্যার, সিরামিক টেবিলওয়্যার, সেফটি রেজর ব্লেডস, ডিসপোজেবল রেজর ব্লেডস, পেন্সিল, ইত্যাদি)” এর অনুকূলে ছাড়পত্র গ্রহণ ব্যতীত মোড়কে মানচিহ্নসহ প্রয়োজনীয় তথ্যাদি ব্যবহার না করে বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে বিগ বাজার সুপার শপ, রমনা, ঢাকা নামক প্রতিষ্ঠান কে টাকা ৬০,০০০ (ষাট হাজার) টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়।
প্রসিকিউটর হিসেবে আফসানা হোসেন, ফিল্ড অফিসার (গ্রেড-৮), সিএম উইং, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।
