নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল রবিবার ৩ জুলাই, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, রাজবাড়ীর সার্বিক নির্দেশনায় রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক কালুখালী উপজেলার মৃগী বাজার ও রতনদিয়া বাজারে তদারকি মূলক অভিযান পরিচালনা করা হয়। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে জনসাধারণের মাঝে সচেতনমূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয় এবং কালুখালী উপজেলার মৃগী পেঁয়াজ হাটে সরকার নির্ধারিত বিধির অধীন যথা নিয়মে ক্রয়-বিক্রয় করার জন্যউ সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়।
উক্ত কার্যক্রম পরিচালনা কালে ভোক্তা-অধিকার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে ৩ (তিন) টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়। বাজার তদারকিতে সহায়তা প্রদান করেন উপজেলা প্রশাসন কালুখালী উপজেলা রাজবাড়ী, জেলা চেম্বার অব্ কমার্স কর্তৃপক্ষ রাজবাড়ী ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজবাড়ী এবং নিরাপত্তা দায়িত্ব পালন করেন কালুখালী থানা পুলিশের একটি টিম।
একই দিনে পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতা ও পরামর্শে পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: জহিরুল ইসলামের নেতৃত্বে পাবনা জেলার সদর উপজেলায় তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে ।
উক্ত অভিযানে বড় বাজার এলাকায় অবস্থিত শাহীন স্টোর নামক প্রতিষ্ঠানটিকে ৩,০০০ (তিন হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৩ অনুযায়ী এ জরিমানা আরোপ করা হয়। এছাড়া চাল, ডাল, তেল, আটা, পেঁয়াজ, রসুন ও গরম মসলা, কাঁচা বাজার ও মাছ-মাংসের বাজারে তদারকি করা হয়।
এ অভিযান পরিচালনা করতে সহায়তা প্রদান করেন জেলা মার্কেটিং অফিসের পরিদর্শক। নিরাপত্তা বিধানে সহযোগিতা করেন সদর থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ কার্যক্রম চলতে থাকবে ।