মামুন মোল্লা (খুলনা) ঃ গতকাল রবিবার ৩ জুলাই, পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “থ্রি আর পাইলট উদ্যােগ বাস্তবায়ন (ফেজ-১)” শীর্ষক প্রকল্পের আওতায় খুলনায় কম্পোস্ট প্ল্যান্ট ও প্লাস্টিক বর্জ্য হতে তরল জ্বালানি উৎপাদন প্ল্যান্টের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লস্কার তাজুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, খুলনা সিটি কর্পোরেশন, মোঃ ইকবাল হোসেন, পরিচালক, পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্য়ালয়; মাসুদ ইকবাল মোঃ শামীম, পরিচালক, পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকা।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।