নিজস্ব প্রতিবেদক ঃ যশোর অভয়নগরের নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত কারিগরি অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ ওমর ফারুকের মতবিনিময় হয়েছে।নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা সুনিল দাস, এস এম ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মোজাফফার আহমেদ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সভাপতি অধ্যক্ষ খায়রুল বাসার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের দফতর সম্পাদক শাহিন আহমেদ, ক্রীড়া সম্পাদক এমএম আলাউদ্দিন, সাহিত্য সম্পাদক আলাউদ্দিন খান হীরা, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নিবার্হী সদস্য সেলিম হোসেন, রবিউল ইসলাম, সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সহ সভাপতি গাজী রেজাউল করিম, যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক জাকির হোসেন হৃদয়, নওয়াপাড়া প্রেসক্লাবের সদস্য জসিম উদ্দিন বাচ্ছু, জাহিদ হোসেন লিটন, গাজী আবুল হোসেন, জাবেদ আলী, রাজয় রাব্বি, রনজিৎ কুমার প্রমুখ।
প্রধান অতিথি শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত কারিগরি অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ ওমর ফারুক বলেন, জাতীর অতন্ত্রপ্রহরী সাংবাদিকরা, সমাজের দর্পণ হয়ে কাজ করে, এই মহান পেশাকে কোন ভাবেই কলুসিত করা যাবে না। সাংবাদিকরা দেশ ও দশের কাজ করে যাছে।