মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
শিক্ষিত মা এক সুরভিত ফুল,প্রতিটি ঘর হবে এক একটি স্কুল এ প্রতিপাদ্দকে সামনে রেখে,নড়াইল সদর ৪নং আউড়িয়া ইউনিয়নের আউড়িয়া গ্রামের এপিবিএসএল মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার মান ও শিক্ষার্থীদের মনবল ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের থেকে পাটলী তথা মোবাইল ফোন দুরে রাখতে হবে লেন,আউড়িয়া নিউনিয়নের চেয়ারম্যান এস এম পলাশ এবং শিক্ষার্থীদের প্রতি সব সময় খেয়াল রাখতে হবে আপনার ছেলে-মেয়ে কখোন কোথায় যাচ্ছে কখোন কোথায় কি করছে খোজঁ নিতে বললেন,স্কুলের সভাপতি মাসুদ শিকদার। ২ মাসের মধ্যে শিক্ষার্থীদের শিক্ষার দিকে মনবল ফিরিয়ে আনবেন বলে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, অভিভাবকদের,স্কুলের সভাপতি ও প্রধান শিক্ষক কিন্তু অভিভাবকদের সহযোগীতা করার আহব্বান ও জানান। (২৩ জুলাই) শনিবার সকাল ১১ ঘটিকার সময় শহীদ শেখ রাসেল ভবনে এপিবিএসএল মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,আউড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ও নড়াইল জেলা স্বেচ্ছাসেবক-লীগের সাধারণ সম্পাদক এস এম পলাশ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,আউড়িয়া ইউনিয়নের কৃতি সন্তান ও নড়াইল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি গণমানুষের নেতা এ্যাডঃ নজরুল ইসলাম,সভাই সভাপতিত্ব করেন,এপিবিএসএল মাধ্যমিক বিদ্যালয়ে ৩-৩ বারের সভাপতি মো:মাসুদ শিকদার সহ স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ,সাংবাদিক মো:রফিকুল ইসলাম,আউড়িয়া ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো:উসমান শেখ,১-২-৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য নুরজাহান বেগম এবং স্কুলের প্রাই ৩ শতাধীক শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। স্কুলের সভাপতি মাসুদ শিকদারের প্রশংসায় পঞ্চমূখ হয়ে সভার প্রধান অতিথি,বিশেষ অতিথি,শিক্ষক-শিক্ষিকাগণ ও অভিভাবকগণ তাদের বক্তব্যে বলেন,বার বার স্কুলের সভাপতি মাসুদ শিকদারের প্রসংশনীয় ভূমিকায় এ স্কুল সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। স্কুলের প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত এত অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ হয়নি,মাসুদ শিকদারের আন্তরীকতায় আজ শিক্ষার মান ও শিক্ষার্থীদের শিক্ষার মনবল ফিরিয়ে আনতে এবং শিক্ষার্থীদের হাত থেকে মোবাইল ফোন এখনি নিয়ে নিতে হবে। সভাপতি হওয়ার ৩ দিনের মাথায় সভাপতি মাসুদ শিকদারের আন্তরীকতায় স্কুলে প্রবেশ করার রাস্তায় একটু বৃষ্টি হলেই কাদাঁ পানি জমে থাকে শিক্ষার্থী’রা স্কুলে আসা যাওয়া করতে পারে না,সেই রাস্তা নিজের অর্থায়নে ইটের সলিং করে দিয়েছেন মাসুদ শিকদার। এদিকে,শিক্ষার্থীদের মনবল,ঠিক মত শিক্ষার্থী’রা স্কুলে আসার জন্য সকল শিক্ষার্থীসহ অভিভাবকদের বাড়িতে বাড়িতে খোঁজখবর নেন,স্কুলের সভাপতি মাসুদ শিকদার বলেও জানান। স্কুলের সভাপতি মাসুদ শিকদার জানান,আমি আগে একজন অভিভাবক পিতা,তার পরে আমি সভাপতি,আমি আমার স্কুলের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের জন্য যে কোন কিছু করতে পারি কিন্তু আমাকে এবং শিক্ষকদের আপনারা অভিভাবকগণ সহযোগীতা করবেন। তাহলেই আমাদের স্কুলের শিক্ষার মান উন্নয়ন হবে এবং আজ থেকেই শিক্ষার্থীদের মোবাইল থেকে বিরত রাখতে হবে,আপনার সন্তান’রা আপনাদের কথা না সুনলে আমাকে জানাবেন আমিসহ শিক্ষকগণ তাদের সাথে কথা বলবো বলেও জানান।