পুলিশ সদরদপ্তর কর্তৃক বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া শীর্ষক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিবেদক ঃ রবিবার ২৪ জুলাই, বিকাল ৩ টায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, ড. বেনজীর আহমেদ বিপিএম-বার এর সভাপতিত্বে বাংলাদেশ পুলিশের সকল ইউনিট প্রধানদের সাথে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া শীর্ষক এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।

বিএমপি কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার বিএমপি’র শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বিএমপি সদরদপ্তর হতে উক্ত ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করেন।

এ সময় আইজিপি পুলিশের সকল ইউনিট কে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য তাদের করণীয় ও বর্জনীয় সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও তিনি বৈষম্য বিহীন পুলিশিং বাস্তবায়নের নির্দেশ প্রদান করে বলেন, নিয়মিত পুলিশিং এর পাশাপাশি বিট পুলিশিং কে অধিকতর কার্যকর করতে হবে।

বৈশ্বিক প্রেক্ষাপটে যেকোনো উদ্ভূত পরিস্থিতির জন্য আগাম প্রস্তুত থাকা, পুলিশের বিভিন্ন স্থাপনায় পরিত্যক্ত জমি ও পুকুর ব্যবহার করে উৎপাদনের চাকাকে সচল রাখতে ভূমিকা রাখা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *