আবাসিক হোটেল মালিকদের সাথে বিএমপি কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ ৪ আগস্ট, সকাল ১১টায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে বিএমপি কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহোদয়ের সাথে বরিশাল মহানগরীর সকল আবাসিক হোটেল মালিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সাভাবিক রাখতে হোটেল মালিকদের সাথে মতবিনিময় কালে এ সময় তিনি বলেন, “আবাসিক হোটেলে আইন শৃঙ্খলা পরিপন্থী কোন ধরনের কার্যক্রম হলে সংশ্লিষ্ট কাউকে বিন্দু পরিমান ছাড় দেওয়া হবে না। বোর্ডার এন্ট্রির সময় নিয়মতান্ত্রিকভাবে তার ছবি তুলতে হবে, জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের কপি সংগ্রহ করতে হবে।

বোর্ডারের পূর্ণাঙ্গ নাম ঠিকানা এবং ফোন নাম্বার হোটেল রেজিস্টারে যথাযথভাবে লিপিবদ্ধ করতে হবে। প্রদত্ত ফোন নাম্বারে তাৎক্ষণিক কল করে এর সঠিকতা যাচাই করতে হবে এবং সর্বোপরি সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে। এ সময় আবাসিক হোটেল মালিকগণ বিভিন্ন বিষয়ে পুলিশ কমিশনার এর নিকট তাদের মতামত তুলে ধরেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার উত্তর মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার সিএসবি খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার ডিবি মােঃ মনজুর রহমান ‘পিপিএম-বার সহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *