নিজস্ব প্রতিবেদক ঃ বান্দরবানে মিলিটারী পিক আপ পাহাড় থেকে খাদে পড়ে প্রাণ হারিয়েছেন এক সেনা সদস্য।
জেলার থানচি আলীকদম সড়কের ১৬ কিলোমিটার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত সেনা সদস্যোর নাম সৈনিক শিমুল। তিনি আলীকদম ১৬ ইসিবির সেনা সদস্য ছিলেন।
গুরুতর আহতরা হলেন-ড্রাইভার কর্পোরাল প্রবীর, সৈনিক ফরহাদ, সৈনিক ইব্রাহিম।
আলীকদম রোডে আলীকদম ১৬ ইসিবির সেনাবাহিনীর একটি পিকআপ গাড়ি থানচি আসার সময় ২৮ কিলো নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট নিচে পড়ে যায়।খবর পেয়ে থানচি ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় গাড়িতে থাকা আরও তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে থানচি হাসপাতালে প্রেরণ করা হয়।
