নিজস্ব প্রতিবেদক ঃ পররাষ্ট্র সচিব (সিনিয়র সেক্রেটারি) রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের সঙ্গে মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত নোলিন হাইজার গতকাল সোমবার ২২ আগস্ট বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাক্ষাৎ করেন।
মিসেস হেইজার বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে বাংলাদেশ সরকার যে অনুকরণীয় নেতৃত্বের ভূমিকা পালন করছে তা স্বীকার করেছেন।
তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রত্যাবাসনের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করতে মিয়ানমার সরকার, বৈশ্বিক ও আঞ্চলিক অংশীদারদের সহায়তার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
পররাষ্ট্র সচিব রোহিঙ্গা সংকটের বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা, রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া, প্রত্যাবাসনের জন্য রাখাইনে একটি অনুকূল পরিবেশ তৈরি করার গুরুত্ব তুলে ধরেন।
