মায়ানমার কর্তৃক আকাশ সীমা লঙ্ঘন করে বাংলাদেশী চা শ্রমিকদের লক্ষ্য করে রকেট হামলা

Uncategorized অপরাধ

কুটনৈতিক বিশ্লেষক ঃ আকাশ সীমা লঙ্ঘন করল মায়ানমার, বাংলাদেশী চা শ্রমিকদের লক্ষ্য করে রকেট ফায়ার।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুংধুমের রেজু গর্জনবুনিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন করেছে মায়ানমার। এসময় মায়ানমারে এট্যাক হেলি বাংলাদেশের প্রায় ৩০০-৪০০ মিটার অভ্যন্তরে ঢুকে পড়েছিল বলে জানা যায়। অবশ্য এর পরপরই বেরিয়ে যায়।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুংধুমের রেজু গর্জনবুনিয়া সীমান্ত দিয়ে এবার মিয়ানমারের হেলিকপ্টার থেকে ছোড়া গোলা এসে পড়েছে বাংলাদেশের অভ্যন্তরে। গোলাবর্ষনের আওয়াজ ও গোলার ভয়ে ওই সময় বিভিন্ন বাগানের কর্মরত শ্রমিকরা পালিয়ে এসেছে বাড়িতে।

ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গির আজিজ জানান, মিয়ানমারের একটি হেলিকপ্টার কয়েক দফা তার বাগান ও আশপাশে টহল দিয়ে অসংখ্য গোলা বর্ষণ করেছে। এ কারণে তার লেবাররা কাজ না করে বাড়ি ফিরে এসেছে।বাংলাদেশের সীমান্ত এলাকায় মায়ানমারের এমন আচরণের কারণে ঐ এলাকার বসবাসরত মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এ নিয়ে নতুন করে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি বাংলাদেশ। উল্লেখ্য চলতি মাসের শুরু থেকে সীমান্ত ঘেঁষে তীব্র সঙ্ঘাতে লিপ্ত হয়েছে মায়ানমার আর্মি এবং বিদ্রোহী গোষ্টি আরাকান আর্মি।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *