মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে কিশোর জুয়েল ভূইয়ার হত্যাকারিদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৩০জুলাই) দুপুরে জুয়েলের স্বজন ও এলাকাবাসী এসব কর্মসূচি নিয়ে রাস্তায় নামলে নড়াইল শহর স্বরগরম হয়ে ওঠে। এ দিন জুয়েলের গ্রাম নড়াইল সদর উপজেলার কর্মচঁন্দ্রপুরের নানা বয়সের মানুষ তাদের প্রিয় মানুষটির খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তিব্রতাপদাহ উপেক্ষা করে প্রায় ১০কিলোমিটার পথ পাড়ি দিয়ে নড়াইল শহরে গিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নামে। নানা দাবি সম্বলিত প্লাকার্ড ফেষ্টুন নিয়ে নারী পুরুষ নির্বিশেষে শোকার্ত এলাকাবাসী এসময় শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে আদালত সড়কে গিয়ে সমবেত হয়। সমবেত সকলে পরে সেখানে সামিল হন মানববন্ধনে। এসময় সবার একটাই দাবি ছিল,নিরপরাধ কিশোর জুয়েলের খুনিদের দৃষ্টান্ত মূলক শাস্তি। এলাকায় অধিপত্য বিস্তার নিয়ে কর্মচঁন্দ্রপুর গ্রামে বিবাদমান উত্তরপাড়া ও
দক্ষিণপাড়ার দুটিপক্ষের কারো সঙ্গে কিশোর জুয়েলের সম্পৃক্ততা না থাকলেও শুধুমাত্র দক্ষিণপাড়ার বাসিন্দা হওয়ায় উত্তরপাড়ার আতিয়ার সিকদার পক্ষীয়’রা গত ৯আগষ্ট সকালে কাজে যাওয়ার পথে জুয়েলকে নির্মমভাবে হাতুড়ি পিটা করে। এ অবস্তায়
৫দিন মৃত্যুরসঙ্গে পাঞ্জালোড়ে ১৩ আগষ্ট তার মৃত্যু হয়। জুয়েলের উপর হামলার ঘটনায় ৫জনের বিরুদ্ধে সদর থানায় দায়ের কৃত মামলায় ১জন জেলহাযতে আছে, বাকি আসামী’রা ইতিমধ্যে আদালত থেকে জামিন লাভ করেছে।