যশোরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠান কে ১২০০০ হাজার টাকা জরিমানা

Uncategorized আইন ও আদালত

!! মেসার্স রাফি এন্টারপ্রাইজ কে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রি ও বিক্রির উদ্দেশ্যে দোকানে সংরক্ষণ করায় ৩ হাজার টাকা এবং মেসার্স কাজী ঔষধ ঘরকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও বিক্রি নিষিদ্ধ বিপুল পরিমাণে ফিজিশিয়ান’স স্যাম্পল বিক্রি ও দোকানে সংরক্ষণ করায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে !!


সুমন হোসেন, যশোর ঃ
যশোরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়েছে।
রোববার (৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার গোয়ালদহ বাজরে অভিযানটি পরিচালনা করা হয়। এসময় ৩ টি প্রতিষ্ঠানে ১২,০০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

জরিমানা করা প্রতিষ্ঠান গুলো হলো মেসার্স রাফিদ এন্টারপ্রাইজ কে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রি ও বিক্রির উদ্দেশ্যে দোকানে সংরক্ষণ করায় ৩ হাজার টাকা।
মেসার্স কাজী ঔষধ ঘরকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও বিক্রি নিষিদ্ধ বিপুল পরিমাণে ফিজিশিয়ান’স স্যাম্পল বিক্রি ও দোকানে সংরক্ষণ করায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
উমা হোটেলে নোংরা ও স্যাঁতসেঁতে পরিবেশে খাবার তৈরি ও প্রক্রিয়াকরণ এবং মিষ্টি তৈরিতে শিল্প লবণ ব্যবহার করায় ৩ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জব্দকৃত লবণ ধ্বংস করা হয়। এছাড়া সারের দোকান সমূহে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় রশিদ সংরক্ষিত এবং বিক্রয় রশিদ প্রদান করার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানটি পরিচালনা করেন যশোর জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন ক্যাব যশোর-এর সদস্য মোঃ আব্দুর রকিব সরদার এবং জেলা পুলিশের একটি চৌকস টিম। জনস্বার্থে এরূপ অভিযান অব্যহত থাকবে বলে জানান কতৃপক্ষ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *