নিজস্ব প্রতিবেদক ঃ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এর মৃত্যুতে ঢাকা রেঞ্জ পুলিশের পক্ষ থেকে বিশেষ শোক প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, সত্তর বছর রাজত্ব করার পর ব্রিটেনের সবচেয়ে দীর্ঘ মেয়াদী রাজশাসক রানি দ্বিতীয় এলিজাবেথ স্কটল্যান্ডের ব্যালমোরাল প্রাসাদে মারা গেছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর রানির মৃত্যুর ঘোষণা দেয় বাকিংহাম প্যালেস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।
রানি এলিজাবেথ ১৯৫২ সালে সিংহাসনে আসীন হন এবং তার জীবদ্দশায় বিশাল সামাজিক পরিবর্তনের সাক্ষী হয়েছিলেন।
তিনি দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে সিংহাসন অলংকৃত করে রাখা কোনো রানি। ইতিহাসের সবচেয়ে দীর্ঘজীবী ও দীর্ঘকাল ধরে শাসনকারী ব্রিটিশ রাজ্যশাসক। তিনি বিশ্বের ইতিহাসের দীর্ঘতম শাসনকারী নারী রাষ্ট্রপ্রধান এবং বিশ্বের সর্বাধিক প্রবীণ রাষ্ট্রপ্রধান ছিলেন।
প্রয়াত রানির প্রতি আমাদের যে সম্মান ও গভীর ভালোবাসা রয়েছে, শোক এবং পরিবর্তনের সময়কালে তা তার পরিবারকে সান্ত্বনা ও শক্তি জোগাবে বলে আমরা বিশ্বাস করি।