মিয়ানমারে ১৭ মাসে ৯০টি সেনা ঘাঁটি ছেড়ে পালিয়েছে সেনাবাহিনী

Uncategorized আন্তর্জাতিক

সামরিক বিশ্লেষক ঃ বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন সহ মিয়ানমারের বিভিন্ন রাজ্যে জান্তা সরকারের সেনাদের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘর্ষ বাড়ছে। গত দেড় বছরে এসব এলাকায় অন্তত ৯০টি সেনাঘাঁটি দখল করেছে বিদ্রোহীরা। কারেন, কাচিন, চিন, রাখাইন রাজ্যে প্রতিরোধ-যুদ্ধ জোরদার হওয়ায় কোণঠাসা হয়ে পড়ছে সেনারা।

দেশটির রাখাইন রাজ্যে সশস্ত্র বিদ্রোহীদের সাথে জান্তা সেনাদের তীব্র সংঘর্ষ চলছে। গত দেড় বছরে রাখাইনের মংডুতে ৩০টি এবং পার্শ্ববর্তী চীন রাজ্যের পালেতোয়ায় ৬ টি সেনা চৌকির নিয়ন্ত্রণ হারিয়েছে সেনারা।

থাইল্যান্ড সীমান্তবর্তী চিন রাজ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে জান্তা সরকার। তবে মে মাসের মাঝামাঝি বিদ্রোহীদের জোরালো হামলার শিকার হতে থাকে সেনাবাহিনী। এপর্যন্ত রাজ্যের ১৯টি ঘাঁটির নিয়ন্ত্রণ হারিয়েছে সেনারা।

কায়া এবং কারেন রাজ্যেও প্রবল প্রতিরোধের শিকার মিয়ানমার সেনাবাহিনী।
এই দুই রাজ্যে ৩১টি ঘাঁটির দখল হারিয়েছে তারা।

মিয়ানমারের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলায় এমনকি ১ হাজার সেনা নিয়ে বড় কোন অভিযান চালানোর সক্ষমতাও হারিয়েছে দেশটির সেনাবাহিনীর। তাই বেশিরভাগ ক্ষেত্রে বিদ্রোহী গোষ্ঠীকে আক্রমণ করার বদলে আত্মরক্ষায় গুরুত্ব দিচ্ছে জান্তা সরকার।

ছবিঃ- ১ম,২য় ছবিতে গত ২দিনে নিহত মায়ানমার আর্মির সদস্য ও অফিসারদের রেং ব্যাজ, ইনসিগনিয়া।

ছবিঃ- ৩য় ছবিতে গতকাল একটি অস্ত্রের চালান আটক করেছে বিদ্রোহীরা যাতে রয়েছেঃ-MA1:1, MA2:1,
MA3:2, MA4:1, MA5:1
5.56: 600, 40mm mortar round: 200, 60mm mortar round: 200


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *