!! এনায়েত বাজার, কাটগড় বাজার এলাকার ফুলকলি , ফার্মভিলে, হোটেল ফার্মেসী সহ ৪টি প্রতিষ্ঠানকে ৯২,০০০ টাকা জরিমানা !!
নিজস্ব প্রতিনিধি ঃ বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সদয় নির্দেশনা মোতাবেক চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর কাটগড় বাজার এলাকার ফার্মভিলেকে আগস্ট মাসের মেয়াদোত্তীর্ণ দই,মিষ্টি, বার্থডে কেক বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় ৪০,০০০ টাকা, ফুলকলিকে মোড়কীকরণ বিধিমালা না মানায় ১০,০০০ টাকা ও খাজা হোটেলকে মোড়কীকরণ বিধিমালা না মানায় ও নোংরা পরিবেশ খাদ্যদ্রব্য তৈরি ও সংরক্ষণ করায় ১২,০০০ টাকা জরিমানা করা হয়।
এনায়েত বাজার এলাকায় অবস্থিত অনন্যা ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে যথাক্রমে ৩০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। আজ ৪ টি প্রতিষ্ঠানকে ৯২,০০০ টাকা জরিমানা করা হয় এবং নিত্যপণ্যের দোকানেও তদারকি করা হয় এবং সকলকে ভোক্তা অধিকার লঙ্ঘণ না করার নির্দেশনা দেওয়া হয়।
সকাল সাড়ে ১০টা থেকে পরিচালিত অভিযানে নেতৃত্বে প্রদান করেন উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার,বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিদার হোসেন ও সহকারী পরিচালক আনিছুর রহমান ।
সিএমপি পুলিশের একটি চৌকস টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। ভোক্তা অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যলয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার আজকের দেশ ডটকম কে জানান, জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে এটা একটা চলমান প্রক্রিয়া ।
