দপ্তর পেলেন দুদকের পদোন্নতি প্রাপ্ত ৩ মহাপরিচালক

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিবেদক ঃ মহাপরিচালক পদে সদ্য পদোন্নতি পাওয়া তিন কর্মকর্তার মধ্যে দপ্তর বণ্টন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুদক পরিচালক মোহাম্মদ মনিরুজামান বকাউল সই করা অফিস আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।
আদেশে পদোন্নতিপ্রাপ্ত মহাপরিচালক মো. আক্তার হোসেনকে প্রতিরোধ শাখায়, মীর জয়নুল আবেদীন শিবলীকে বিশেষ তদন্ত শাখায় এবং মহাপরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে প্রশিক্ষণ ও তথ্য-প্রযুক্তি শাখায় নিয়োগ দেওয়া হয়েছে।

পৃথক আদেশে ৯ পরিচালকদের বিভিন্ন দপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে দুদক পরিচালক আব্দুল্লাহ-আল জাহিদকে গোয়েন্দা বিভাগের প্রধান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
গত ৮ সেপ্টেম্বর দুদক সচিব মো. মাহবুব হোসেন সই করা পৃথক প্রজ্ঞাপনে ৩ মহাপরিচালক, ৬ পরিচালক ও নতুন ৮ উপ-পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়। এবারই প্রথম দুদকের নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে তিনজনকে মহাপরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হলো।

২০০৪ সালে কমিশন প্রতিষ্ঠার পর থেকে ১৮ বছরের বেশি সময়ে দুদক কর্তৃক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্য থেকে মাত্র চারজন পরিচালকের যুগ্ম সচিব পদমর্যাদার ডিজি হওয়ার সৌভাগ্য হয়। এবার হলেন তিনজন। এ নিয়ে ১৮ বছরের বেশি সময়ের মধ্যে নিজস্ব মোট সাত কর্মকর্তা ডিজি হয়েছেন। সাধারণত প্রেষণে আসা ডিজিরাই কমিশনের গুরুত্বপূর্ণ বিভাগগুলোর দায়িত্ব পালন করে আসছেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *