মামুন মোল্লা (খুলনা) ঃ আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধন সু-সংহতকরণের লক্ষ্যে শনিবার ২৪ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমি, খুলনায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম, পুলিশ সুপার, খুলনা। এছাড়াও উপস্থিত ছিলেন তালুকদার আব্দুল খালেক, মেয়র, খুলনা সিটি কর্পোরেশন সহ অনেকে ।
বক্তব্যে পুলিশ সুপার, খুলনা দেশের টেকসই উন্নয়নের জন্য ধর্মীয় সম্প্রীতির উপর গুরুত্বারোপ করেন পাশাপাশি সকল প্রকার উগ্রপন্থা পরিহার করে অন্য ধর্মকে সম্মান প্রদর্শনপূর্বক নিজ নিজ ধর্ম পালনের আহবান জানান।
কোন কুচক্রীমহল যাতে খুলনার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করতে পারে সেজন্য সকল ধর্মালম্বীদের সচেতন থাকার আহবান জানান পাশাপাশি খুলনা জেলা পুলিশ এ ধরনের অপরাধ প্রতিহত করতে সদা তৎপর আছে মর্মে সকলকে আশ্বস্ত করেন।
