কুটনৈতিক প্রতিবেদক ঃ পাকিস্তানে একটি সামরিক হেলিকপ্টার দূর্ঘটনায় সব আরোহী নিহত।
আজ পাকিস্তান আর্মির একটি Bell 412 বেলুচিস্তানের হার্নাই অঞলে ক্র্যাশ করেছে। এতে ২ জন পাইলট, ৪ জন পাকিস্তান আর্মি সদস্য যাদের মধ্যে ২ জন এস,এস,জি কমান্ডো নিহত হয়েছে।
এ ঘটনার দায়ভার নিজেদের কাঁধে নিয়ে বেলুচিস্তানের বিদ্রোহীরা জানিয়েছে তারাই হেলিকপ্টারটি ভূপাতিত করেছে।
অন্যদিকে পাকিস্তান আর্মির পক্ষ হতে বলা হচ্ছে টেকনিক্যাল ম্যালফাংশনের কারণেই হেলিকপ্টারটি ক্র্যাশ করেছে।
