লোকসানী প্রতিষ্ঠানের অর্থায়নে সমবায় অধিদপ্তরের বিশাল কর্মযজ্ঞ, আসন্ন কালব নির্বাচন ম্যানুপুলেশনের নেপথ্য পরিকল্পনা !

Uncategorized অন্যান্য


!! ”কালব ভুক্ত প্রাথমিক ক্রেডিট ইউনিয়নের বিধিবদ্ধ নিরীক্ষার গুনগত মান উন্নয়ন”শীর্ষক কর্মশালার আয়োজন করেছে সমবায় অধিদপ্তর। কালবের গাজীপুরস্থ নিজস্ব রিসোর্টে অনুষ্ঠিতব্য কর্মশালার সকল খরচ বহন করতে হবে কালবের।কর্মশালায় কালবের নির্বাচিত জেলা ও উপজেলা ব্যবস্থাপকগণ অংশগ্রহন করবেন। সাথে সকল জেলা সমবায় কর্মকর্তা অংশগ্রহন করবেন।নিয়ম অনুযায়ী সমবায় অধিদপ্তর থেকে কিছু রিসোর্স পারসন উপস্থিত থাকার কথা। তারা থাকছেনও। এখানে সকল জেলা সমবায় কর্মকর্তা কি কারনে উপস্থিত থাকবেন তা সংশ্লিষ্টদের বোধগম্য নয় !!



নিজস্ব প্রতিবেদক ঃ লোকসানী প্রতিষ্ঠানের অর্থায়নে সমবায় অধিদপ্তরের বিশাল কর্মযজ্ঞ
আসন্ন কালব নির্বাচন ম্যানুপুলেশনের নেপথ্য পরিকল্পনা ! কেন্দ্রীয় সমবায় প্রতিষ্ঠান দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) দুর্নীতিতে আকুন্ঠ নিমজ্জিত হয়ে পড়েছে। মাসে লোকসান ৪.৫০ কোটি টাকা। পুঞ্জিভুত লোকসান প্রায় ১৫০ কোটি টাকা। অথচ থেমে নেই অপচয়,বিলাসিতা ও অপবিনিয়োগ। সাথে শামিল হয়েছে সমবায় অধিদপ্তর।

”কালব ভুক্ত প্রাথমিক ক্রেডিট ইউনিয়নের বিধিবদ্ধ নিরীক্ষার গুনগত মান উন্নয়ন”শীর্ষক কর্মশালার আয়োজন করেছে সমবায় অধিদপ্তর। কালবের গাজীপুরস্থ নিজস্ব রিসোর্টে অনুষ্ঠিতব্য কর্মশালার সকল খরচ বহন করতে হবে কালবের।কর্মশালায় কালবের নির্বাচিত জেলা ও উপজেলা ব্যবস্থাপকগণ অংশগ্রহন করবেন। সাথে সকল জেলা সমবায় কর্মকর্তা অংশগ্রহন করবেন।নিয়ম অনুযায়ী সমবায় অধিদপ্তর থেকে কিছু রিসোর্স পারসন উপস্থিত থাকার কথা। তারা থাকছেনও। এখানে সকল জেলা সমবায় কর্মকর্তা কি কারনে উপস্থিত থাকবেন তা সংশ্লিষ্টদের বোধগম্য নয়।





সকল জেলা সমবায় কর্মকর্তাদের যাতায়াত,এ্যাকোমেডেশন সহ সকল খরচ কালবের বহন করতে হবে।
তবে কালবের সচেতন ডেলিগেটগণ এই কর্মযজ্ঞকে আসন্ন নির্বাচনকে প্রভাবিত করার ষড়যন্ত্র হিসেবে দেখছেন। আগামী ১১ নভেম্বর কালবের বোর্ডের নির্বাচন।

নির্বাচনের পুর্বে সমবায় কর্মকর্তাদের আদর আপ্যায়নের মাধ্যমে ক্ষমতাসীন বোর্ড চেয়ারম্যান জোনাস ঢাকী সহ কর্মকর্তাদের আনুকুল্য লাভের প্রচেষ্টা হিসেবে দেখছেন কালব সংশ্লিষ্টগণ। এদিকে কর্মশালার সমন্বয়কারী কোর্স পরিচালক যুগ্ম নিবন্ধক নবীরুল ইসলামের কালবের দুর্নীতির সাথে সম্পৃক্ততা নিয়ে আগে থেকেই বিতর্ক রয়েছে।

তার বিরুদ্ধে কালব থেকে নানা অনৈতিক সুবিধা গ্রহনের অভিযোগ রয়েছে। উল্লেখ্য, কালবের বর্তমান চেয়ারম্যান জোনাস ঢাকী সহ কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে নানা প্রক্রিয়ায় ১০০ কোটি টাকা আত্মসাত এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *