মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো: বাপ্পি সরদার (৩০),কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) । কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত-মিন্টু সরদারের ছেলে বাপ্পি সরদার। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নড়াইল সদর উপজেলার মুলিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম এর নেতৃত্বে এসআই মঞ্জুর মোরশেদ সঙ্গীয় ফোর্সসহ নড়াইল সদর উপজেলার মুলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী বাপ্পি সরদারকে গ্রেফতার করে। সে জিআর ৪৬/২১ এর সাজাপ্রাপ্ত পলাতক আসামী। এ বিষয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি’র) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাজেদুল ইসলাম,আসামি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামিকে নড়াইল সদর থানা হাজতে প্রেরণ করা হয়েছে।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2022/09/Picsart_22-09-28_10-53-30-674.jpg)