নিজস্ব প্রতিনিধি ঃ শনিবার ২২ অক্টোবর সুনামগঞ্জ সদর উপজেলার জগন্নাথবাড়ি এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালীন সময় বিভিন্ন দোকানের মূল্য তালিকা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি করা হয়।
এ সময় বিভিন্ন ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণসহ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য নির্দেশণা প্রদান করা হয়।
অতিরিক্ত মূল্যে চিনি বিক্রি সহ ভোক্তা অধিকার বিরোধী কার্যকলাপের জন্য ৩টি প্রতিষ্ঠানকে ২০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযানে সহায়তা করে সদর থানা পুলিশের একটি টিম।জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে এটা একটা চলমান প্রক্রিয়া।