রোজমার্কের ভেজাল ওষুধ বাণিজ্য

অপরাধ এইমাত্র জাতীয় সারাদেশ স্বাস্থ্য

স্বাস্থ্যসেবায় সর্বনাশ


বিজ্ঞাপন

বিশেষ প্রতিবেদক : র‌্যাব ও ভোক্তা অধিকার নিয়মিত অভিযান পরিচালনা করলেও নকল ভেজাল ওষুধ বিক্রি কেন বন্ধ হচ্ছেনা তা নিয়ে বিতর্ক চলছে। ওষুধ বিশেষজ্ঞদের মতে, ড্রাগ প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা ইউনানী আয়ুবেদিক, হোমীও কোম্পানী থেকে উপরী আয়ে লিপ্ত থাকায় ভেজাল ব্যবসা বন্ধা হচ্ছে না। কখনো কোনো অভিযোগ উঠলে তখন সংস্থাটি ওষুধ জব্দ বা কারখানা সিলগালা করার নামে বিরাট অংকের টাকা হাতিয়ে নেয়ায় ভেজাল ব্যবসায়ীরা আরোও সক্রিয় হয়ে উঠছে। এজন্য স্বাস্থ্যসেবার নামে সর্বনাশ চলছে। সিলেটের রোজমার্ক ল্যাবরেটরীজ ইউনানীর ব্যানরে অনুমোদহীন ভেজাল ঔষধের ট্রেডনাম বানিজ্য চলছে। ভুক্তভোগী ব্যবসায়ীদের তথ্যমতে, রানা সরকার নামের একজন অসাধু ব্যবসায়ী কোন ধরনের অনুমোদন ছাড়াই ট্রেডনামে বিক্রি করছে কালোজাম, বডিপ্লাস, মালটা প্লাস, দারুচিনি, আপেলবেরীও অরেঞ্জবেরী নামের বিষাক্ত ও ক্ষতিকারক ওষুধ। এই ব্যবসায়ী মাইসান ল্যাবরেটরীজের ব্যানারে অবৈধ ওষুধ ব্যবসা করতে গিয়ে সেখান থেকে বিতারিত হয়। বর্তমানে রোজমার্ক ইউনানীর ব্যানারে কালোজাম, বডি-প্লাস, মালটা প্লাস ও দারুচিনি বিক্রি করলেও তা কোম্পানীর বর্তমান মালিকরা কি জানেনা। সূত্রমতে, ঢাকার ফকিরাপুলের একটি প্রেস থেকে কালোজাম, বডি-প্লাস, দারুচিনির লেবেল কার্টন তৈরি হয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সিলেট পৌছে। সেখান থেকে কোনো অজানা স্থানে প্যাকেটজাত হয়ে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নওগা, দিনাজপুর, পঞ্চগড়সহ বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে। খোদ সিলেটের সকল উপজেলায় এসব ভেজাল ওষুধ প্রকাশ্যে বিক্রি হচ্ছে। সিলেটের ড্রাগ সুপার কামরুল শিকদার না দেখলেও নিরাময় ডিস্ট্রিবিউশন নামের একটি প্রতিষ্ঠান সিলেটের কদমতলী বাস-ষ্ট্যান্ডের এনা পরিবহন কাউন্টারের একটি গোডাউন থেকে কুরিয়ারের মাধ্যমে সারাদেশে ওষুধ সরবরাহের পাশাপাশি রোজ ইউনানী ফার্মেসীতে বিক্রির অভিযোগ উঠেছে। বর্তমানে ঢাকার মিটফোর্ডে পাইকারী বিক্রির পাশাপাশি রাজধানীর সকল ফার্মেসী এবং বিভিন্ন এলাকার ফুটপাতে হকাররা প্রকাশ্যে বিক্রি করছে। রোজমান ইউনানীর কথিত মালিক রানা সরকারের ভেজাল বানিজ্য স্বাস্থ্যসেবায় চরম ক্ষতি হচ্ছে। সেক্ষেত্রে ড্রাগ প্রশাসন সঠিক ভাবে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে এগিয়ে আসা উচিত।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *