মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে সাবেক ছাত্র নেতা ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্র নেতা হাবিবুর রহমান তাপসের বাড়ি’র জানালার দুইটি রুমের দুইটি জানালার থাই গ্লাস সন্ত্রাসী কর্মকান্ডের উদ্দেশে ভাংচুর করে কে বা কাহারা। সরজমীনে দেখা যায়,হাবিবুর রহমান তাপসের বাড়ির বেড রুমের পূর্ব পাশের দুইটি রুমের জানালার গ্লাস ভাংচুর করা হয়েছে। সাবেক ছাত্র নেতা হাবিবুর রহমান তাপস জানান,আমার জনপ্রিয়তা ও গ্রহণ যোগ্যতা দেখে কেউ আমাকে ভয়ভিতী দেখানোর উদ্দেশে আমার বাড়িতে এ ন্যাক্কার জনক কর্মকান্ড আমার অনুপস্থিতিতে ঘটিয়েছে। গত (৫ নভেম্বোর) ঢাকা থেকে নড়াইল সহরস্থ ২ং পূর্ব থানা রোডে অবস্থিত নিজেস্য বাস ভবন “দাদা বাড়িতে এসে দেখেন তার বাড়ির পূর্বপাসের দুইটি রুমের জানালার গ্লাস ভাংচুর হয়েছে। এ অবস্থা দেখে গত (৬ নভেম্বর) রবিবার সকালে নড়াইল সদর থানায় একটি সাধারন ডাইরী (জিডি) করেন,জিডি নং-২৪০। উল্যেখ,হাবিবুর রহমান তাপস আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বচনে বাংলাদেশ আওয়ামী-লীগের নড়াইল ০২ আসনের মনোনয়ন প্রত্যাশী বলে জানান।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2022/11/IMG20221106121812-scaled.jpg)