নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঢাকা জেলা কার্যলয় আয়োজিত সাভারের আলহাজ্ব জাফর বেপারী উচ্চ বিদ্যালয়ে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য



নিজস্ব প্রতিবেদক ঃ গত রবিবার ২১নভেম্বর বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় ঢাকা কর্তৃক আয়োজিত সাভার উপজেলার আলহাজ্ব জাফর বেপারী উচ্চ বিদ্যালয়ে নিরাপদ খাদ্য বিষয়ক এক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাজহারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, সাভার,ঢাকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ কামরুন্নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সাভার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফারুক আহমেদ, প্রধান শিক্ষক, আলহাজ্ব জাফর বেপারী উচ্চ বিদ্যালয়, সাভার, ঢাকা।
মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জনাব মোছাঃ রৌশন আরা বেগম, নিরাপদ খাদ্য অফিসার, ঢাকা জেলা কার্যালয়, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে নিরাপদ খাদ্য কি? খাবার কিভাবে অনিরাপদ হতে পারে? কেন আমাদের নিরাপদ খাদ্য গ্রহণ করতে হবে? ভেজাল ও দূষিত খাবার গ্রহণ করলে শরীরের কী ক্ষতি হয়, সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ কেন প্রয়োজনীয় ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য সংশ্লিষ্ট সচেতনতামূলক টিভিসি দেখানো হয়।
এসময় শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক বিভিন্ন লিফলেটও বিতরন করা হয়।

প্রধান অতিথি এবং বিশেষ অতিথি তাদের বক্তব্যে নিরাপদ খাদ্যের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের কাছে প্রতিশ্রুতি নেন। স্কুলচত্তরের আশেপাশে র‍্যালি এবং শপথ গ্রহণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *