সড়ক নির্মাণ ও মেরামতের ফলে গ্রামাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে – জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিনিধি ঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, রাস্তা হলো উন্নয়নের প্রতীক। যে এলাকার যত রাস্তা হবে, যোগাযোগ যত উন্নত হবে, সেই এলাকা তত উন্নত হবে। উপজেলা থেকে উপজেলা পর্যন্ত সড়ক নির্মাণ ও মেরামতের ফলে গ্রামাঞ্চলের মানুষের জীবনমান বৃদ্ধি পাচ্ছে।

গতকাল শুক্রবার ২ ডিসেম্বর, বেলা ১২টার দিকে মেহেরপুর কলেজ মোড় এলাকায় আয়োজিত এক সড়ক নির্মাণ প্রকল্পের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, রাস্তার উন্নয়ন হলে কৃষকরা তাদের ফসল দ্রুত বিক্রি করতে পারে এবং দাম পায়। রাস্তা-ঘাট ভাল হওয়ার ফলে কৃষকদের জমির দামও বেড়েছে।

তিনি বলেন, মুজিবনগর ঘিরে অনেক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মেহেরপুর এখন বাংলাদেশের উন্নয়নের রোল মডেল। এই জেলাকে সাজাতে অনেক বড় পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

জেলার রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, নদী-নালা ও ভৌত অবকাঠামোর উন্নয়নের কারণে মেহেরপুর জেলা এখন অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, জামায়াত-বিএনপির জোট সরকারের আমল ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত অন্ধকার যুগে মানুষ সন্ধ্যার পর বাইরে বের হতে পারতো না। আতঙ্কের মধ্যে থাকতো। মানুষ গ্রামে থাকতে চাইত না। অথচ এখন মানুষ গ্রামে ফিরে বাড়ি তৈরি করছেন। কারণ, এখন গ্রাম আর সেই গ্রাম নয়, গ্রাম এখন শহরে পরিণত হয়েছে। গ্রামগুলো এখন দৃষ্টিনন্দন প্রাকৃতিক দৃশ্যের ছবির মতো। কৃষকরা ঘরের দরজা খোলা রেখে ঘুমাতে পারছেন। মাঠের মেশিন আর গোয়ালের গরু চুরি হচ্ছে না। এখন মানুষ চরম নিরাপত্তার মধ্যে আছেন।

ফরহাদ হোসেন আরো বলেন, নানা চ্যালেঞ্জ থাকার পরও দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশর প্রবৃদ্ধি সর্বোচ্চ। বিশ্ব যখন করোনার কারণে মন্দা ছিল তখনও বাংলাদেশের প্রবৃদ্ধি পজেটিভভাবে ধরে রাখা সম্ভব হয়েছে।

সড়ক ও জনপদ বিভাগ কুষ্টিয়া সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু হানা মোস্তফা কামালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য দেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, সড়ক ও জনপদ বিভাগ খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী প্রমুখ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *