আজ ৬ ডিসেম্বর ঐতিহাসিক যশোর মুক্ত দিবস

Uncategorized জাতীয়


আজকের দেশ ডেস্ক ঃ আজ ৬ ডিসেম্বর। ঐতিহাসিক যশোর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনেই শত্রুমুক্ত হয় যশোর জেলা। এদিন বিকেলে যশোর সেনানিবাস ছেড়ে পালিয়ে যায় পাক হানাদার বাহিনী। যশোরেই প্রথম উঠেছিল বিজয়ী বাংলাদেশের রক্ত সূর্য খচিত গাঢ় সবুজ পতাকা।

বাংলাদেশের স্বাধীনতা লাভের ১০ দিন পূর্বেই প্রথম জেলা যশোর পাকিস্তানী হানাদার মুক্ত হয়। শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম), ততকালীন মেজর নাজমুল হুদা যশোর ৮ নং সেক্টরের বয়রা সাব-সেক্টর কমান্ডার এবং তাঁর সহযোদ্ধারা সাহসিকতার সাথে যুদ্ধ করে পাকিস্তানী বাহিনীকে পরাজিত করে যশোর ক্যান্টনমেন্ট দখল করে উত্তোলন করেন স্বাধীন বাংলাদেশের পতাকা।

মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকার মুক্ত যশোর সফর করে বিশ্ববাসীর কাছে বাঙালির মুক্তি যে সময়ের ব্যাপার তা তুলে ধরেন। মুক্ত যশোর এই খবরটি বাতাসের বেগে রণাঙ্গনে বীর যোদ্ধাদের কাছে পৌছায়। এই অর্জন হানাদার বাহিনীর উপর ভয়াবহ আক্রমণের অনুপ্রেরণা হয় এবং বাংলাদেশের স্বাধীনতার পথকে সুগম করে।

বিনম্র শ্রদ্ধা জাতির সেই বীর সন্তানদের প্রতি যারা দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ ।
মহান মুক্তিযুদ্ধের স্মৃতি অম্লান হোক।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *