নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল মঙ্গলবার ৭ ডিসেম্বর, সকাল ১১ টায় বিএমপি সদরদপ্তরে সহকারী পুলিশ কমিশনার কোতয়ালি মডেল থানা মোঃ খলিলুর রহমান এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার বিএমপি মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার।
উল্লেখ্য পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সহকারী পুলিশ কমিশনার কোতয়ালি মডেল থানা মোঃ খলিলুর রহমানকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ হতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নে (র্যাব) বদলি করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার ডিবি মােঃ জুলফিকার আলী হায়দার, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন খান মুহাম্মদ আবু নাসের সহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।
