নিজস্ব প্রতিনিধি ঃ মরুর দেশ কাতারে অনুষ্ঠিত ফাইনালকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্রাহ্মণবাড়িয়া শহরে দেড় শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্বকাপ চলার সময় শহরের বিভিন্ন স্থানে টহল দেবেন ওই পুলিশ সদস্যরা। এ ছাড়া পুলিশ লাইন্সেও সর্তক অবস্থায় রাখা হয়েছে রিজার্ভ সদস্যদের।
জেলা গোয়েন্দা শাখার সদস্যরাও দায়িত্ব পালন করবেন। এছাড়া সাদা পোশাকে পুলিশ বিভিন্ন পয়েন্টের দায়িত্ব পালন করবেন। অপ্রীতিকর ঘটনার চেষ্টা করা হলে পুলিশ তাৎক্ষণিকভাবে তা রোধ করবে।