কুটনৈতিক বিশ্লেষক ঃ আফগান বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নিষিদ্ধ করায় ছাত্রদের পরীক্ষা বর্জন, আফগান সরকারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তুরস্কের।
আফগানিস্তানে ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা নিষিদ্ধ ঘোষণা করার প্রতিবাদে পরীক্ষা বর্জন করেছেন ছাত্ররা।এ সময় তাঁদের হাতে প্ল্যাকার্ডও দেখা যায়।
গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে মেয়েদের উচ্চশিক্ষা নিষিদ্ধ ঘোষণা করে তালেবান। বুধবার ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে গেলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেননি।
নারীদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। আফগান সরকারের সিদ্ধান্ত প্রত্যাহার করতে বৃহস্পতিবার আফগান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।
এক সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নারী শিক্ষা নিষিদ্ধ করা ইসলামসম্মত কিংবা মানবিক কোনোটিই নয়। আমরা এ সিদ্ধান্ত সঠিক বলে মনে করি না। ইনশা আল্লাহ, আফগান সরকার এ সিদ্ধান্ত প্রত্যাহার করে নেবে।’ (তথ্য সূত্র ঃ ডিফেন্স রিসার্চ ফোরাম)