পিংকি জাহানারা ঃ খুলনা মহানগর পাদুকা দোকান মালিক সমিতির সভাপতি ও মশিউর রহমান বিপণী কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ শেখ জুয়েল নতুন বছরের ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন ২৪২ পাদুকা ব্যবসায়ী মালিকদের সাথে।
সকাল সাড়ে ১১ টায় ক্লে রোডস্থ কেসিসি মার্কেটে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় সভায় সভাপতিত্ব করেন ১৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সরদার সু স্টোর মালিক মোঃ জাকির হোসেন।
উক্ত শুভেচ্ছা বিনিময় সভায় খুলনা মহানগর পাদুকা মালিক সমিতির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। সদস্যবৃন্দরা হলেন,,,মেসার্স মোবারক সু স্টোরের মালিক মোঃ মোবারক হোসেন,, মেসার্স তানিশা সু স্টোর মালিক মোঃ আবু বক্কর,, তিশা সু স্টোর মালিক মোঃ জিয়াউর রহমান,তানভীর সু স্টোর মালিক মোঃ জয়নাল আবেদীন, সিদ্দিক সু স্টোর মালিক হাজী মোঃ সাইদ আহমেদ,, তৈয়ব সু স্টোর মালিক হাজী মোঃ তৈয়বুর রহমান।
