নিজস্ব প্রতিবেদক ঃ কুড়িগ্রামের রাজার হাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে সরকার কর্তৃক গৃহীত নারী উদ্যোক্তা তৈরি প্রকল্পে ভুয়া প্রশিক্ষণার্থীদের নাম অন্তর্ভুক্ত করে সরকারি অর্থ আত্মসাৎ অন্যান্য অনিয়মের প্রেক্ষিতে বুধবার ৪ জানুয়ারী দুর্নীতি দমন কমিশন এর, জেলা কার্যালয় কুড়িগ্রাম হতে ৩ সদস্যের একটি টিম এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে।
অভিযান পরিচালনা কালে টিম জানতে পারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, রাজারহাট বর্তমানে দুই দিনের প্রশিক্ষণে কুড়িগ্রাম জেলায় অবস্থান করছেন। উক্ত কর্মকর্তার সাথে টিমের টেলিফোনিক আলোচনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তরের অফিস সহকারী দুদক টিমকে তর্কিত প্রকল্পের রেকর্ডপত্র সরবরাহ করে।
দুদক এনফোর্সমেন্ট টিম কর্তৃক সুবিধাভোগী প্রশিক্ষণার্থীদের সাথে টেলিফেনিক আলোচনায় প্রশিক্ষণ ভাতার অর্থ সঠিকভাবে বিতরণ না করার প্রাথমিক সত্যতা মিলেছে অভিযানাকারী টিমের নিকট। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার বক্তব্য গ্রহন করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
