নিজস্ব প্রতিবেদক ঃ অনাথ ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম-বার, পিপিএম।
আইজিপি গতকাল শুক্রবার ৬ জানুয়ারি, বনানী মডেল স্কুল মাঠ প্রাঙ্গনে রাত ১০ঃ০০ টায় শীতার্ত অনাথ ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
এসময় পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ আতিকুল ইসলাম বিপিএম-বার, পিপিএম-বার ও ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম উপস্থিত ছিলেন।
গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আঃ আহাদ বিপিএম-সেবা, পিপিএম-বার এর সার্বিক তত্ত্বাবধানে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
