নইন আবু নাঈম, শরণখোলা (বাগেরহাট) ঃ বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ মনিরুজ্জামান বাদলের ৩১তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালনে সোমবার (৯জানুয়ারি) বাদলের জন্মস্থান বাগেরহাটের শরণখোলায় স্মরণসভাসহ নানা কর্মসূচীর আয়োজন করে ছাত্রলীগ।
এ উপলক্ষ্যে কালোব্যাজ ধরাণ, সকাল ৯টায় উপজেলা সদর রায়েন্দা বাজারে শোক র্যালী শেষে শহীদ ছাত্রনেতা বাদলের কবরে পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
পরে শহীর মিনার চত্বরে ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আাসাদুজ্জামান মিলন, আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু জাফর জব্বার, বাদলের সহচর জাতীয় পার্টির সভাপতি গাজী বদরুজ্জামান আবু, আওয়ামীলীগ নেতা আবুল হোসেন নান্টু, আসাদুজ্জামান স্বপন, কেন্দ্রিয় সাবেক ছাত্রলীগ নেতা শেখ নাজমুল, জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাকিল আজাদ পান্না, ছাত্রলীগ নেতা ইমরান শেখ, তানজীল আল আমিন, আরাফাত মৃধা, সাব্বির জমাদ্দার, আব্দুল্লাহ আল নোমান প্রমূখ।
এছাড়া বিকেলে কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও শহীদ মনিরুজ্জামান বাদলের জামাতা বদিউজ্জামান সোহাগ বাদলের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত করেন। পরে উপজেলা ছাত্রলীগের প্রয়াত সভাপতি আবুল হাসান মীরের কবর জিয়ারত করেন।
উল্লেখ্য. ১৯৯২ সালের এই কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান বাদলকে দলীয় অভ্যন্তরিণ কোন্দলের জেরে কতিপয় বিপথগামী নেতা টিএসসি চত্বরে সমাবর্তণ অনুষ্ঠানের মঞ্চ থেকে ডেকে নিয়ে সামছুন্নাহার হলের সামনে গুলি করে নির্মমভাবে হত্যা করে।