ময়মনসিংহের  ত্রিশালে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ সংগঠক পুরস্কার পেলেন সিরাজুল ইসলাম কিরন”

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন ময়মনসিংহ সারাদেশ

মোঃ আব্দুল কাদের (ময়মনসিংহ) : ময়মনসিংহের ত্রিশালে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে।


বিজ্ঞাপন

এ বছর, স্থানীয় শশী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম কিরণ যুবকদের কল্যাণে তার অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ সংগঠক হিসেবে পুরস্কৃত হয়েছেন।


বিজ্ঞাপন

এটি তার দ্বিতীয়বারের মতো পুরস্কার প্রাপ্তি; এর আগে তিনি ২০১৯ সালে জেলা পর্যায়ে এই সম্মাননা পেয়েছিলেন।


বিজ্ঞাপন

শশী ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, বনায়ন, সামাজিক কার্যক্রম এবং যুবক-যুবতীদের জন্য কম্পিউটার প্রশিক্ষণের মতো বিভিন্ন উদ্যোগ সফলভাবে পরিচালনা করে আসছে।


বিজ্ঞাপন

সিরাজুল ইসলামের নেতৃত্ব ও অক্লান্ত পরিশ্রমে এই ফাউন্ডেশন স্থানীয় যুব সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে সফল আত্মকর্মী হিসেবে মাহদুল ইসলাম এবং সফল উদ্যোক্তা হিসেবে দিলরুবা আক্তারকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে যুব ঋণ বিতরণ এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের মাঝে সনদ প্রদান করা হয়।

১২ আগস্ট মঙ্গলবার সকালে একটি বর্ণাঢ্য যুব র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও প্রশিক্ষণ সনদ বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী।

এই সম্মাননা সিরাজুল ইসলাম এবং শশী ফাউন্ডেশনের কাজের প্রতিচ্ছবি, যা যুব সমাজের মাঝে নতুন করে অনুপ্রেরণা জোগাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *